পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল চারটায় পুঠিয়া কারিগরি কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি গোলাম মর্তুজা ও রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব নুরুজ্জামান লিটন।
এ সময় প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে ৮টি ইউনিট গঠন করতে হবে যথাক্রমে পুরুষ, মহিলা, শ্রমিক, যুবক, ওলামা, পেশাজীবী, ছাত্র ও ছাত্রীদের নিয়ে। তিনি আরও বলেন ১০১ সদস্য বিশিষ্ট ভোট কেন্দ্র কমিটি গঠন করার পাশাপাশি বুথ ভিত্তিক পোলিং এজেন্ট নির্বাচন করে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সাবেক আমীর রেজাউর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আহমাদ উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুঠিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি, অধ্যাপক আনোয়ার হোসেন, বেলপুকুরের আমির মোঃ মোকবুল হোসেন, বানেশ্বর ইউনিয়নের আমির মোঃ হাসানুজ্জামান, ভালুকগাছি ইউনিয়নের সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম, জিউপাড়া ইউনিয়নের সভাপতি মো রুহুল আমিন, শিলমাড়িয়া ইউনিয়নের সভাপতি মো আব্দুল আজিজ, পুঠিয়া পৌরসভার সভাপতি ইন্জিনিয়ার এনামুল হক চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা ইউসুফ মির্জার সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার ৭৮ টি ভোট কেন্দ্রের ১৫৬ জন কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।
বিএ..