নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন এবং দেশীয় অস্ত্রসহ বাবু (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার ভোর ৩টার দিকে তাকে সিংড়া উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রামের মৃত আবু বকরের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিস্তল ও ম্যাগজিনসহ সন্ত্রাসী বাবু নিজ বাড়িতে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার মেজর শিবলি মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে একটি একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় ৩টি অস্ত্রসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে