খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাসায়নিক সরঞ্জামাদি পাঠাচ্ছে রাসায়নিক কর্মসূচি পরিচালনার জন্য বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। জাতিসংঘ বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদ মাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’য়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া যে সিরিয়া সরকারকে রাসায়নিক সরঞ্জামাদি সরবরাহ করছে, তার প্রমাণ খুঁজে পেয়েছে জাতিসংঘের অস্ত্র বিশেষজ্ঞরা। পিয়ংইয়ং সেখানে অ্যাসিড প্রতিরোধী টাইলস, ভালভ এবং পাইপ পাঠাচ্ছে। এসব সরঞ্জামাদি রাসায়নিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে।
জাতিসংঘের অপ্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকাটি আরও দাবি করেছে, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের সিরিয়ার অস্ত্র নির্মাণ স্থাপণাগুলোতে দেখা গেছে।
সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী দেশটির বিদ্রোহী বিরোধী সামরিক অভিযানগুলোতে রাসায়নিক অস্ত্র (ক্লোরাইন গ্যাস) ব্যবহার করছে বলে অভিযোগ ওঠার পরই কিম জং উনের দেশের বিরুদ্ধে এই নতুন অভিযোগ এসেছে। যদিও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নাকচ করেছে আসাদ সরকার।
এদিকে পরমাণু কর্মসূচি এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য আগে থেকেই জাতিসংঘের একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। এবার নতুন এই অভিযোগ দেশটিকে আরও বেকায়দায় ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়ার সরকারি প্রতিষ্ঠান ‘দ্য সায়েন্টিফিক স্টাডিজ এন্ড রিসার্স সেন্টার’ (এসএসআরসি) ওইসব রাসায়নিক সামগ্রীর জন্য উত্তর কোরিয়াকে প্রচুর অর্থ দিয়েছে। আর এই অর্থ প্রদান করা হয়েছে একাধিক কোম্পানির মাধ্যমে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকাতেও এ খবর প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ