রাজশাহী (পুঠিয়া) সংবাদদাতাঃ অধিকার, সমতা, ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন”প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস,শনিবার সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পালন করা হয়েছে। পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ,কে,এম,নূর হোসেন নির্ঝর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক (ভুমি) দেবাশীষ বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ তানজিমুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা ব্যবস্থাপক তানজিলা আক্তার ও পল্লী উন্নয়ন অফিসার আঞ্জুমান আরা খাতুন।
এছাড়া স্বেচ্ছাসেবী মহিলা সমতির সদস্য ও কিশোর কিশোরী সদস্যর র্যালিতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এই র্যালির আয়োজন করেন।
বিএ..