নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সভাকক্ষে নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দূরুল হোদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ,জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন,উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল,সদস্য সচিব যোবায়েদ হোসেন, বিএনপি নেতা আশরাফুল কবির বুলু,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেলসহ বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে সভা কক্ষে শহীদ সেনা দিবস পালন করা হয়।
বিএ..