1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হজ পালনে যেসব শর্ত দিলো সৌদি আরব - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

হজ পালনে যেসব শর্ত দিলো সৌদি আরব

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধু তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। এবারের হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না।

এ ছাড়া আরেকটি শর্ত হলো- জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে যারা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এ ছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। 

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই করতে হবে রেজিস্ট্রেশন।

হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এ ছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

হজের অনুমোদন যাদের দেওয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময় সঙ্গে রাখতে হবে এই কাগজটি। নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি প্রদান করা যাবে না।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST