পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে এস,এ কুরিয়ার সার্ভিসের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে সড়ক দুর্ঘটনায় নাটোর গুরুদাসপুরের জোবায়ের হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যোবায়ের নাটোর গুরুদাসপুর কারিগরী কলেজের সহকারী অধ্যাপক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী হতে নাটোরগামী একটি অজ্ঞাত ট্রাক এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (ইয়ামাহা, রেজিষ্ট্রেশন নং- নাটোর-হ ১২-৯৯১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জোবায়ের হোসন (৪০) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে চিহ্নিত করে ট্রাকটি আটক করেছি। মামলার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে।
বিএ।