নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর উত্তরা মোড় এলাকায় ড্রেনে পড়ে যাওয়া একটি গাভীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর উত্তরা মোড় এলাকায় ডিসি কার্যালয় সংলগ্ন মাঠে ঘাস খেতে খেতে একটি গাভী ড্রেনে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী গাভীটিকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল লীডার নুরুন্নবীর নেতৃত্বে ঘটনা পৌঁছে দীর্ঘ আধা ঘণ্টা চেষ্টা করে গাভীটিকে তুলতে সক্ষম হয়। পরে গাভীটিকে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ