রাজশাহীর দুর্গাপুরে ৪টি পান বরজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে নওপাড়া ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া গ্রামের পোড়া বিলে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত পান বরজের মালিকরা হলেন, ওই গ্রামের বাবুল হোসেন, হাফিজুর রহমান, ছলিম ও মুকুল।
উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামের মৎস্য ব্যবসায়ী নুরুজ্জামান নুরু জানান, গত শুক্রবার দিবগত রাতে ৪ টি পান বরজে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোনো কিছু বুজার আগেই বরজের অধিকাংশ পুড়ে যায়।ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা ব্যাপক ক্ষতি করেছে ।
ক্ষতিগ্রস্ত বরজের মালিক বাবুল বলেন, দদুর্বৃত্তরা পান বরজের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে আমারসহ ৪ টি বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুর্গাপুর থানার ডিএসবি (এসআই) সাইদুর রহমান ও (এএসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপুর থানার (এসআই) ইব্রাহিম হোসেন, দুর্বৃত্তরা পান বরজে আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বিএ