পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় অামিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুঠিয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আমিন সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও অামিন সমিতির সহ-সভাপতি আমিন আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া বন্ধু কম্পিউটার এন্ড স্টেপের প্রিন্সিপ্যাল আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা আমিন সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আমিন, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চারঘাট উপজেলা আমিন সমিতির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আঃ সোবহান, আমিন সমিতির উপদেষ্টা মাহাবুর রহমান। এয়াড়াও বিভিন্ন উপজেলা ইউনিয়নের পর্যায়ে কর্মরত আমিনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আমিনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ