1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ট্রাক চাপায় যুবদল কর্মী নিহত, আহত-১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ জানয়ারী ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ট্রাক চাপায় যুবদল কর্মী নিহত, আহত-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীতে ট্রাক চাপায় শাহজাহান (৩৮) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে ও শফিকুল ইসলাম (৪৫) নামের আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক সন্ধা ৭ টার সময় পবা উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শাহজাহান আলী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামের আঃ কাদের এর ছেলে ও আহত যুবদল নেতা শফিকুল ইসলাম একই উপজেলার আমগাছি গ্রামের মসলেম আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানাযায়, রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক মত বিনিময় সভা শেষে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে রওনা দেন পথের মধ্যে হাট রামচন্দ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাক তাদেরকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা জান।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একজন যুবদল কর্মী নিহত ও একজন আহত হয়েছে। বর্তমানে ট্রাকটি পবা থানা হেফাজতে রয়েছে। ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST