নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র আদালত থেকে হ্যান্ডকাপসহ মারসাল (২৭) নামের েএক আসামী পালিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সে আদালতের হাজত থেকে দড়ি ও হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। তার বাড়ি রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকায়। সে সাজাপ্রাপ্ত আসামী।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মারসালকে আদালতের হাজতে নেওয়া হলে চুপি চুপি দড়ি ও হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে তাকে অনেক খুজেও পাওয়া যায়নি। পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, মারসাল সাজাপ্রাপ্ত ছিল। চুপি চুপি পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এখনো ধরা সম্ভব হয়নি।
খবর২৪ঘণ্টা/এমকে