পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম হোসেন(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পুঠিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পালোপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
বুধবার দুপুর সাড়ে এগারোটার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সেলিম পুঠিয়ার শীর্ষ সন্ত্রাসীদের একজন। সে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিম ধারালো অস্ত্র কাঁধে নিয়ে এলাকায় ঘোরাফেরা করতো। নাশকতা সহ সন্ত্রাস ও মাদক ব্যবসায় জড়িত সে।
বিএ..