1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যেসব পুলিশ সদস্য খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : সারজিস - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

যেসব পুলিশ সদস্য খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন : সারজিস

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘২৪’র গণ অভ্যূত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে আপনারাও খুনের সাথে জড়িত হবেন। যেসব পুলিশ সদস্য খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা মামলা নেন। আপনারা আপনাদের কালিমা মুছেন, জনগণের আস্থা অর্জন করুন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী একবছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেকদূর এগিয়ে নিতে পারবো।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

এসময় সারজিস আলম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডে নিহত শেখ মুজিবের ডেডবডি উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশও উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে। এসময় তিনি বলেন, জুলাই শহীদদের গণআকাঙ্খার সাথে যারাই বেইমানী করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে।

এমনকি ড. ইউনুস বললেও তাকে ছাড় দেওয়া হবে না।
এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST