নিজস্ব প্রতিবেদক : ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় আওয়ামী লীগ সরকারের পতনে দিল্লী দিশেহারা হয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দলটির নেতারা মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর ভূবন মোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু শুরু হয়ে সোনাদিঘীর মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে ভুবন মোহন পার্কে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, আধিপত্যবাদী ভারত আমাদের বাংলাদেশকে তাদের উপনিবেশ মনে করতো। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। বক্তারা অভিযোগ করে বলেন, নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে যুক্ত মোদি সরকারের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো শোভা পায় না।
এসময় দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত বলেন, যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনার সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না। এদিনের কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশাসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
বিএ..