1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

দুর্গাপুরে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মো. শাহিন নামে এক মৎস্যচাষীর পুকুর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা প্রদানপূর্বক মাছ চাষের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই মৎস্যচাষী এসব অভিযোগ করেন।

শাহিন উপজেলার গগনবাড়িয়া এলাকার মৃত জয়েন সরদারের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ মার্চ চুনিয়াপাড়া এলাকায় ১৩ বিঘা জমির পুকুর ৩ বছর মেয়াদে আমি লিজ নিয়েছিলাম। কিন্তু গত ১২ অক্টোবর জামান, তোতা, শাহিন, আসাদুল, তরিকুল্লাহ, ইস্রাফিল ও জীবনসহ স্থানীয় ১৪/১৫ জন ব্যক্তি সেই পুকুর দখলের চেষ্টা চালায়। পরে তারা আমাকে হুমকি-ধামকিও দেয়। এই পুকুরকে কেন্দ্র তারা দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে জড়িয়ে মিথ্যাচার করে প্রোপাগান্ডা ছড়ায়।

শাহিন বলেন, এ ঘটনায় ৩০ অক্টোবর থানায় আমি মামলা করি। পরে প্রতিপক্ষের চাপে সেই মামলা তুলে নিতে বাধ্য হই। সবকিছু ঠিক করে দেয়ার কথা বলে আপোষনামা নেয়। কিন্তু তারা সব ঠিক করে দিচ্ছে না। ইতোমধ্যে আমার ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুকুর হাতছাড়া হয়ে গেলে আমি আরও ক্ষতিগ্রস্ত হব। এ ঘটনায় নিরাপত্তা প্রদানপূর্বক মাছ চাষের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন শাহিন।

এ ব্যপারে অভিযুক্ত জামান হোসেন বলেন, ওরা ১৫-১৬ বছর থেকে জোর করে ভোগদখল করে খাচ্ছিল। ৯০ শতক লিজ নিয়ে ব্যক্তি মালিকানার জমিসহ ২০ বিঘা জমি করে খাচ্ছিল। সেগুলো আমরা উদ্ধারের চেষ্টা করছি।

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, ঘটনাটির তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। উভয়পক্ষকেও সমাধানের জন্য বলেছি। সমাধানের চেষ্টা চলছে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST