পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর এগারোটার দিকে ঢাকা রাজশাহী মহাসড়ক সংলগ্ন পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরের প্রধান গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক, বিএনপি নেতৃবৃন্দ ও মহিলারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মেয়ে ও মামলার বাদী নিগার সুলতানা, শ্রমিক নেতা আহসান হাবীব, শরিফুল ইসলাম, জার্জিস রহমান, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল(২০০৮ ও ২০১৮ এর সংসদ সদস্য প্রার্থী), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, সাবেক মেয়র আসাদুল হক, স্হানীয় বিএনপি নেতা বাবুল মিয়া, মমতাজুল আলম লাল্টু, বাবুল আক্তার ও একরামুল হক সরকার।
মানববন্ধনে মামলার বাদি বলেন, ২০১০ সালের ১০ জুলাই রাত আটটার দিকে পুঠিয়া মোটর শ্রম ইউনিয়ন অফিসের সামনে থেকে তার বাবাকে অপহরণ করা হয়। সারারাত খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। অপহরণকারীরা তাকে হত্যা করে পুঠিয়া সদরের একটি ইট ভাটায় ফেলে রাখে। পরদিন ১১ জুলাই সকাল নয়টার দিকে আমরা তার লাশের সন্ধান পাই। এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট ভাবে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু পুলিশ মামলার তদন্তে অবহেলা করায় পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে পিবিআই তদন্ত করছে। মামলায় সুনির্দিষ্ট ভাবে ৮ জনকে আসামি করা হলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পিবিআই এখন পর্যন্ত মামলার চার্জশিট দিতে পারেনি। আমরা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করছি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটি মানব হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করছে। তবে ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও চার্জশিট না হওয়া দুঃখজনক।
বিএ..