খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ডিজিটাল সহকারী সেবা গুগল অ্যাসিস্ট্যান্টে এ বছরের মধ্যে নতুন ৩০টি ভাষা যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে গুগল। শুরুতেই যুক্ত হবে হিন্দি, ড্যানিশ, ডাচ ও ইন্দোনেশিয়ান। বাকিগুলো হবে ধাপে ধাপে।
ডিজিটাল সহকারীর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের ‘অ্যালেক্সা’ ও অ্যাপলের ‘সিরি’র সঙ্গে টিকে থাকতেই গুগলের এই উদ্যোগ।
বর্তমানে স্মার্টস্পিকার, স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, স্প্যানিশ ও পর্তুগিজ এই আট ভাষায় গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ