নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, গণধোলাইয়ের স্বীকার যুবলীগ নেতা জিন্নাতুর অনিক (৩২) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক। তিনি মাহাবুর রহমান ভূলুর পুত্র ও আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলু’র ভাতিজা।
স্থানীয় সুত্রে জানা যায়, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলু’র ভাতিজা অনিক দীর্ঘদিন থেকে উপজেলার শ্রীধরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুরত আলী’র কলেজ পড়ুয়া কন্যা (২২) কে কলেজ ও কোচিংয়ে যাওয়ার পথে পথরোধ করে অশ্লীল অসামাজিক কথাবার্তা বলে ইভটিজিং করে আসছিলো। সোমবার দুপুরে তার কলেজ পড়ুয়া কন্যাকে ইভটিজিং করার উদ্দেশ্যে যুবলীগ নেতা অনিক গেলে স্থানীয়রা এসে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে যুবলীগ নেতা জিন্নাতুর রহমান অনিক এর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #