নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে রিসিভার বা প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধনে বাধা দেয়া ও ব্যানার ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।
এতে দুই জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকৎসা দেয়া হয়েছে। এ ঘটনার জের ধরে বাস মালিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
সাধারণ বাস মালিক ও শ্রমিকরা জানায়,গত ১৭ বছর ধরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে কোন নির্বাচন হয় না। একটি শ্রেণীর বাস মালিক জবরদখল এবং সাধারণ বাস মালিকদের জিম্মি করে নিজেদের স্বার্থে ইচ্ছামতো প্রতিষ্ঠটি পরিচালনা করে আসছে। এর প্রতিবাদ ও রিসিভার বা প্রশাসক নিয়োগের দাবীতে বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সাধারণ বাস মালিকরা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন চলাকালে সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক দাবীদার নজরুল ইসলাম হেলাল ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও কিলঘুষি মারার ঘটনা ঘটে। এই নিয়ে রাজশাহী জেলা প্রশাসক চত্বরে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকেই পদত্যাগ করে এবং বিএনপি পন্থী সাধারণ বাস মালিক রাকেশ চৌধুরীকে সাধারণ সম্পাদকের চেয়ারে বসিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়। এই ঘটনার পর নজরুল ইসলাম হেলালের সমর্থকরা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রনে নেয় এবং হেলালকে সাধারণ সম্পদকের চেয়ারে বসায়। এর পর থেকে সাধারণ বাস মালিকরা নজরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে রিসিভার বা প্রশাসক নিয়োগের দাবীতে বানিজ্য মন্ত্রনালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে আসছিল। বানিজ্য মন্ত্রনালয় থেকে কোন রিসিভার নিয়োগ দেয়া হবে না, জানতে চেয়ে নোটিশও দেয় বর্তমান সাধারণ সম্পাদক দাবীকারী নজরুল ইসলাম হেলালকে। বর্তমানে নজরুল ইসলাম হেলাল আওয়ামী লীগ সরকারের আমলের করা আওয়ামীপন্থী ২০জন বাস মালিককে নিয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ পরিচালনা করে আসছে। এরই প্রতিবাদে ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের রিসিভার নিয়োগের দাবীতে আজ মানববন্ধনের আয়োজন করে সাধারণ বাস মালিকরা।
বিএ..