গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে হামিম (২০) নামের এক যুবক আত্মহত্যা করে মারা গেছে। সে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্ত পুর গ্রামের শামিমের ছেলে।
জানা যায়, হামিম দুপুরে তার পিতা মতার সাথে খাওয়া দাওয়া করছিলো এ সময় তার পিতা শামিম তার ছেলে মাদকাসক্ত হওয়ায় বকাবকি করছিলো। পরে তার পিতামাতা বাইরে গেলে সে একাই ঘরে ঢুকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ীর লোকজন ঘরে ঢুকলে জানাজানি হয়।
বিকেল সাড়ে তিনটার দিকে স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে লাশ নামায়।
এ বিষয়ে গোদাগাড়ী থানার তদন্ত ওসি আলতাফ হোসেন বলেন, ঘটনা শুনেছি সেখানে পুলিশ গিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে বলে জানায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ