দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ও দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শিত করা হয়।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সুমন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা, সাইফুল ইসলাম, নওপাড়া ইউপি চেয়ারম্যান মো: আজাদ আলী সরদার, ঝালুকা ইউপি চেয়ারম্যান রাজিনা বেগম, ফায়ার সার্ভিসের কর্মীগনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।