নিজস্ব প্রতিবেদক :
মোটর শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক টুটুলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহী মহানগরীর নওদাপাড়া থেকে বাস-ট্রাকসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এ সময় গাড়ী রেখে রাস্তা বন্ধ করে দেয়। এতে অন্যান্য যানবাহন চালক ও পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাড়ী রেখে নওদাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে শ্রমিকরা।
সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে রাজশাহী মহানগরীর সিটি হাট এলাকায় র্যাব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শ্রমিক নেতা টুটুলসহ মোট ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের দিয়ে কারাগারে প্রেরণ করে। এর জামিন শুনানির ডেট ছিল সোমবার। কিন্ত বিচারক তার জামিন নাকচ করে পুনরায় কারাগারে পাঠানোর নিদের্শ দেন। বিষয়টি জানতে পেরে মোটর শ্রমিকরা একযোগ গাড়ী চালানো বন্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এরপর খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, শ্রমিক নেতার কারাদ-ের প্রতিবাদে শ্রমিকরা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এমকে