খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার ৪ যাত্রী।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কবিরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ৪ জন যাত্রী নিয়ে সোনাপুর থেকে একটি অটোরিকশা (নোয়াখালী-থ ১১৫৫৬৫) কবিরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে সোনাপুর-কবিরহাট সড়কের কবিরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় অটোরিকশাটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী আহত হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি সোনাপুর এলাকায় হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহত চালক ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ