লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে লালপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টম্বর) দুপুরে তাকে প্রত্যাহারের ঘোষনা দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার।
দূর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে, সিন্ডিকেট মুক্ত ভূমি ও সাব রেজিস্ট্রেশন অফিস সংস্কার এবং সাব রেজিস্ট্রার মাসুদ রানার পদত্যাগের দাবিতে রবিবার লালপুর উপজেলা সাব রেজিস্ট্রার এর কার্যালয়ের সামনে মানববন্ধনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধন সফল করতে সকাল থেকে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে ছাত্র জনতা। দুপুরে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সাব রেজিস্ট্রি অফিসের দূর্নীতির ফিরিস্তি তুলে ধরে বক্তারা লালপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানার পদত্যাগ দাবি করেন।
তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি), লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বক্তব্য রাখেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার সাব রেজিস্ট্রার মাসুদ রানাকে প্রত্যাহারের ঘোষণা দেন।
বিএ…