নিজস্ব প্রতিবেদক : পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশের দাবিতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় রামেবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় রামেবির ১২ কর্মকর্তা কর্মচারীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের অপসারণের দাবিও জানানো হয়। গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা।
এদিনের মিছিল থেকে তারা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ভার্সিটি না থিয়েটার, থিয়েটার থিয়েটার, বেহায়া রামেবি, আর কতকাল জ্বালাবি, নির্লজ্ব রামেবি, আর কতকাল জ্বালাবি’- ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে রামেবি উপাচার্য কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় তারা বলেন, রামেবির কতিপয় কর্মকর্তা- কর্মচারী আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে ঠেলে দিয়ে নির্বিকার। এমন অকর্মণ্য কর্মকর্তা-কর্মচারীকে আমরা রামেবিতে দেখতে চাই না।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক রায়হান আলী সমাবেশে বলেন, আমাদের সেশনজট তৈরি ও পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের পেছনে রামেবির ১২ জন কর্মকর্তা-কর্মচারী জড়িত। আজকের কর্মসূচি থেকে আমরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমাদের ফাইনাল পরীক্ষা শুরু করে ৬ দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় যৌক্তিক দাবির এ আন্দোলন অন্যদিকে মোড় নিবে। এ সময় সমন্বয়ক রিফাত আল মাহমুদ হাদিসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিএ…