নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ভোটকেন্দ্র দখল, প্রকাশ্যে নৌকায় সিল মারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়।
২৫ আগস্ট (রবিবার) গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্র দখল ও প্রকাশ্যে সিল মারার অভিযোগে গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামের বিএনপি নেতা তাহাসেন আলী বাদী হয়ে ১ টি মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং গুলিবর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপি নেতা আবদুল হামিদ ওরফে (বাবলু)।
এজাহারে অনুযায়ী ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লস্করহাটি ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা এবং ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ গুলিবর্ষণের অভিযোগ আনা হয়।
সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা–কর্মীর অবৈধ দখল,সিল মারা ও হামলাসহ গুলিবর্ষণ করেন। ১টি মামলায় ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ২২ জন নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।
আরেকটি মামলায় সাংসদ ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ৪৪ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০-৬০০ জনকে।
গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা দুটিতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
বিএ..