নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে রাসিকে তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা। সাক্ষাতকালে আরইউজের নিজস্ব প্রকাশনা “মিডিয়া মিরর” প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবিরের হাতে তুলে দেওয়া হয়। “মিডিয়া মিরর” এ ১৯৭৭ সালে আরইউজের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাবেক সভাপতি-সম্পাদকদের তালিকা, সাংবাদিকতার আদিঅন্তসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংবলিত বিশিষ্ট লেখকদের লেখনি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সদস্য মুহিব্বুল আরেফিন, ডালিম হোসেন শান্ত প্রমুখ।
বিএ..