নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান ও গভীর শোক জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, চাঁদাবাজি, দখলসহ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে ।
তিনি বলেন, সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসী। এদের কোন দল নেই। রাজশাহীতে কেউ সন্ত্রাস ও চাঁদাবাজি করলে তাদেরকে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর রাজশাহী সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ ও আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দখলে ছিল। সে কারণে তারা সাধারণ জনগণের রোষানলে পড়েছে। তিনি সকলকে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে রাজশাহী মহানগরীর ভদ্রায় তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, ডাক্তার ওয়াসিম হোসেন ও রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী উপস্থিত ছিলেন।
বিএ..