নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিরুদ্ধে বিচারের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সিংগা হাট মাঠে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জোবায়েদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
সমাবেশে বক্তারা শেখ হাসিনার বিরুদ্ধে গুম, খুন এবং গণহত্যার অভিযোগ তোলেন এবং তার দোষরদের বিচারের দাবি জানান। এসময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিএ…