ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লহি—-রাজিউন)। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ীতে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ী উপজেলার বজরাটেক রাধানগর গ্রামে। পিতা মৃত লুৎফর রহমান। মাতা মৃত জুলফন নেসা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও অসংখ্যগুণাগ্রহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টার সময় সবজা পাইল উচ্ছ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে রাষ্ট্রিয় মর্যাদা জানান ভোলাহাট থানার চৌকস পুলিশ সদস্যগণ।
পরে বাদ আসর বজরাটেক ইসলামীয়া জামে মসজিদের গোরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুদ্দীন মন্টুসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুদ্দিন মন্টু ও আলহাজ নূরুল হক, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেশী আত্মার শান্তি কামনা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ