1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ-ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা সোয়া একটার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার (৩ আগস্ট) সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কুমিল্লা জিলা স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, -ছাত্রলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

অন্যদিকে কুমিল্লা জিলা স্কুল রোডে ঈদগাহের সামনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যরা অবস্থান করে। পরে দুপুর ১ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশলাইন হয়ে রেইসকোর্স এলাকা যাওয়ার পথে পিছন দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ধাওয়া করে। এ সময় শটগানের গুলিতে ৫ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ২৫ জন। পরে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, এখন পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের কারোর চোখে, কারোর হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত রয়েছে

প্রসঙ্গত, সকাল ১০ টায় শুরু হওয়া গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের মুর্হুমুহ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা নগরী। এ সময় শিক্ষার্থীরা স্লোাগান দেয় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। we want Justice। লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। জেগেছেরে জেগেছেরে ছাত্র সমাজ জেগেছে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST