রাবি প্রতিনিধি: সরকারী চাকুরীতে কোটা ৫৬% থেকে ১০% এ নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুচিতা রায়ের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে এ মানববন্ধন শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলন কমিটির আহবায়ক মাসুদ মুন্নাফ।
এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সালাউদ্দীন সায়েম, দর্শন বিভাগের ছাত্রী সামিয়া রহমান, ইংরেজী বিভাগের গোলাম মোরশেদ, জুয়েল মাসুম, মামুনুর রশিদ, ফজলে রাব্বী অন্যান্য শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যে ৫৬% কোটা রয়েছে তা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। আমরা যদি প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাব সেখানে মাত্র ১০% কোটা আছে এবং তারা তা প্রতিবছর সংস্কার করছে। আজ মেধার মূল্যায়ন না হওয়ায় মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কোটার কারণে যোগ্যতা থাকা সত্বেও মেধাবীরা বঞ্চিত হচ্ছে। অবিলম্বে তারা সরকারকে ৫ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।
মুক্তিযোদ্ধা সন্তান সালাউদ্দিন সায়েম বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা রেখেছিলেন। ১৯৭৭ সালে তৎকালীন সরকার বলেছিল ১০ বছরের মধ্যে কোটা কমিয়ে আনব। কিন্তু আজ ২০১৮ সালে এসে স্বাধীনতার ৪৮ বছর পরও এটার কমতি নেই।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ