নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গ্রামীণফোনের ৪জি সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার দুুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সভাকক্ষে এর উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন, গ্রামীণফোনের হেড অফ ট্রান্সফরমেশন কাজী মাহবুব হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের ডিরেক্টর ডেপ্লয়মেন্ট এন্ড প্রোজেক্ট, টেকনোলজি বিভাগ মোহাম্মদ সাইফুল ইসলাম ও রাজশাহী বিজনেস সার্কেল প্রধান তৌহিদুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে রাজশাহীর নিউমার্কেট ও আলুপট্টি এলাকায় ৪জি সেবা চালু হয়েছে।আগামী ৬ মাসের মধ্যে সকল জেলা শহরে ৪জি সেবা চালু করা হবে।
আরো জানানো হয়, ৪জি রাজশাহীর ডিজিটালাইজেশনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল আরো দ্রুতগতিতে উপভোগ করতে পারবে। এর আগে গ্রামীণফোনের ৪জি সেবা নিয়ে গম্ভীরা পরিবেশন করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে