“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিয়া সুলতানা তৃষা, আওয়ামী লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, অজিত কুমার মন্ডল প্রমুখ। এর আগে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত।
বিএ…