1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কেপ টাউনে বিরাটের হাতে এল স্মারক ছাড়াও ১ মিলিয়ন ডলার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

কেপ টাউনে বিরাটের হাতে এল স্মারক ছাড়াও ১ মিলিয়ন ডলার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আফ্রিকান সাফারির শেষ ম্যাচে ঐতিহাসিক জয়ের পর নিউল্যান্ডসে ভুবনেশ্বর কুমার, সুরেশ রায়ানার হাতে প্লেয়ার অব দ্য সিরিজ ও প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি উঠল৷

পিঠে ব্যথা নিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলের বাইরে ছিলেন বিরাট কোহলি৷ তাঁর জায়গায় জয়ী টিমের ক্যাপ্টেন হিসেবে উইনিং ট্রফি ওঠে রোহিত শর্মার হাতে৷ এরপরও খালি হাতে থাকলেন না ‘ক্যাপ্টেন হট’৷ ৪৪ ম্যাচে ১২১ পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট ব়্যাকিংয়ে একনম্বরে রয়েছে বিরাটের ভারত৷ বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার টেস্ট ব়্যাকিংয়ে সর্বোচ্চ স্থানে থাকার জন্য কেপটাউনেই অধিনায়ক বিরাটের হাতে আইসিসি টেস্ট স্মারক দন্ড তুলে দেওয়া হয়৷ সঙ্গেই আইসিসির তরফে ভারত অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় ১মিলিয়ন ডলার আর্থিক পুরস্কারও৷

‘মেন ইন ব্লু’র নেতা হিসেবে বিরাট প্রথমবার আইসিসি টেস্ট স্মারক দন্ড জেতে ২০১৬ সালের অক্টোবর মাসে৷ দ্বিতীয়বারের জন্য এই স্মারক হাতে তুলে বিরাট জানান, ‘পরপর দু’বছর এই পুরস্কার নিতে পারাটা ভারত অধিনায়ক হিসেবে আমার কাছে একটি স্পেশাল মুর্হূত৷ এটা আমাদের সম্মিলিত লড়াইয়ের ফল৷ সার্পোর্টিং স্টাফরাও দারুনভাবে আমাদের সাহায্য করেছেন৷ আমরা এখন আসন্ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরকে লক্ষ্য বানাতে চাই৷’

বিরাট ছাড়াও পরপর দু’বার এই স্মারক হাতে নেওয়ার কৃতিত্ব রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷ ২০১০ এবং ২০১১ সালে ধোনির ভারত এই স্মারক জিতেছিল৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST