ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জিরো পয়েন্টে এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলেও শিক্ষার্থীর তা ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হয়েছেন।
রোববার (১৪ জুলাই) বেলা পৌনে দুইটার দিকে ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটার বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শিক্ষাভবন মোড় হয়ে জিরোপয়েন্টে আসার পর পুলিশের ব্যারিকেড দেখে তারা সেখানে বসে পড়েন। কিছু সময় অবস্থানের পর বেলা পৌনে দুইটার দিকে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন তারা।
শিক্ষার্থীদের এমন কর্মসূচির কারণে গুলিস্তানসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। তৈরি হয় যানজট। উপায় না পেয়ে গণপরিবহনে থাকা সাধারণ অনেক মানুষ হেঁটে গন্তব্যে রওনা হন।
বিএ..