1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
২০১৮ আইপিএলে রাজস্থানের রাজা স্মিথ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

২০১৮ আইপিএলে রাজস্থানের রাজা স্মিথ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দু’বছর পর আইপিএলের মঞ্চে ফিরে এসে তারকা খচিত দলের নেতা নির্বাচন বেশ আড়ম্বরেই সারল রাজস্থান রয়্যালস৷

অধিনায়ক হওয়ার ত্রিশঙ্কু লড়াইয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, আইপিএলের সবচেয়ে বেশি দর পাওয়া ইংরেজ খেলোয়াড় বেন স্টোকস এবং ভারতের ব্যাটিং তারকা অজিঙ্ক রাহানে৷ কিন্তু শেষ পর্যন্ত অধিনায়কত্ত্বের মুকুট ওঠে স্মিথের মাথায়৷ বর্তমান অস্ট্রেলিয়ান অধিনায়কের আইপিএল নেতৃত্বের অতীত অভিজ্ঞতা রয়েছে৷ গতবার পুণে ফ্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলে ছিলেন স্মিথ৷

বেটিং কাণ্ডে নাম জড়ানোয় ইমেজ অনেকটাই নষ্ট হয়েছে রাজস্থান ফ্যাঞ্চাইজির৷ দু’বছর পর আইপিএলে ফিরে এসে বেন স্টোকসকে কিনে নেওয়া থেকে শুরু করে অধিনায়ক নির্বাচন অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের মত একের পর এক চমক দিয়ে এখন থেকেই ক্রাউড পুলিং-এর কাজ শুরু করে দিচ্ছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট৷

স্মিথকে দলের অধিনায়কত্ত্ব দেওয়ার ব্যাপারে রাজস্থান দলটির প্রধান জুবিন ভারুচ জানান, ‘আমরা টিমে কিছু অসাধারন ক্রিকেটার এবং ক্রিকেটিং মাইন্ড পেয়েছি৷ দলে স্মিথ , রাহানের মত খেলোয়াড়ররা রয়েছেন যাঁরা অধিনায়কত্ত্বের দাবীদার৷ কিন্তু আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসি যে স্মিথ এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি৷ ও এমন একজন যে ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমান করেছে৷’

আইপিএলের প্রথম কাপ জয়ী দলটির মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন৷ ক্রিকেটমহলে অনেকেই মনে করছেন এই গুগুলিগুলি অবশ্যই ওয়ার্নের মতিষ্কপ্রসূত৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST