রাজশাহীর দূর্গাপুরে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এবং নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা (এমপি)।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিনি হলরুমে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ।
এসময় দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি
আজাহার আলী, দূর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, মেডিকেল কর্মকর্তা হাসানুল জাহিদ (টিএসও) কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ , উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা আনজুমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএ…