নওগাঁর মহাদেবপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২৭ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অফিসার মোছা. নাহিদা খাতুন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. সাফিয়া আক্তার অপু। আগামী ১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ১টি ও উপজেলার ১০টি ইউনিয়নে ২৪০টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদেরকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদেরকে লাল রংঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।
বিএ..