রাজশাহীর পুঠিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে স্ত্রী সুবর্ণা ঋষি(২২) বিষ পান করে। এর কিছুক্ষণ পর স্বামী সুবাস ঋষি(৩০) আমগাছে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। তবে সুবর্ণা বেঁচে আছে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
মঙ্গলবার (২৮ মে) পুঠিয়া পৌরসদরের ঝলমলিয়া ঋষি পাড়ায় বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। সুবাস ঋষি পাড়ার বলাই ঋষির ছেলে। পাঁচ বছর আগে বিয়ে হলেও তাদের কোনো সন্তান নাই।
সুবাসের বাবা বলাই ঋষি জানায়, তার ছেলে মোটর মেকানিকের কাজ করে। তাদের স্বামী- স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। মঙ্গলবারও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিকাল তিনটার দিকে তার পুত্রবধূ ইঁদুর মারা বিষ পান করে। প্রতিবেশীরা তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সুবাস তার স্ত্রী মারা গেছে ভেবে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে আমগাছের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, সুবাস আত্মহত্যা করেছে। তার স্ত্রী পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। তার পরিবারের অনুরোধের কারণে ময়নাতদন্ত ছাড়াই সৎকার করতে বলা হয়েছে।
বিএ…