রাজশাহীর পুঠিয়ায় খোকসা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করার অভিযোগ উঠেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ওই ঘটনা ঘটে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, মৃত্যু বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। চাকরির সুবাদে বাড়ির অন্যান্য সদস্যরা না থাকায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর স্ত্রী একাই বাসায় থাকেন। এই সুযোগে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়ির ভেতর প্রবেশ করে তাকে জিম্মি করে তালা ভেঙ্গে ও দরজার হাতল কেটে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনার পর সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) পুঠিয়ার, রাজশাহী।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে জিল্লুর রহমান বলেন, আমাদের পরিবারে প্রায় সবাই চাকরিজীবী। তাই চাকরির সুবাদে খুব বেশি বাসায় থাকা হয় না। মা একাই বাসায় থাকেন। রাত তিনটার সময় আমার কাছে খবর আসে এই ঘটনার। পরে সকালে এসে দেখি আমার বাড়ি তছনছ করে ফেলা হয়েছে। প্রায় সোয়া ৩ লাখ টাকা এবং ৪ ভরি বা তার কিছু কম বেশি স্বর্ণ গহনা নিয়ে গেছে ডাকাতরা। এসব বিষয় নিয়ে থানায় একটি অভিযোগ করেছি। এখন দেখি তারা কি করে।
ভুক্তভোগী ওই পরিবারের আরেক ছেলে শহীদুল ইসলাম তিনি বলেন, মূলত মা এখানে একাই থাকেন। আমরা মাঝেসাজে এখানে আসি। আমার আরেক ভাই জিল্লুর রহমানএখানে থাকে কিন্তু চাকরি করার সুবাদে মাঝেমধ্যে অন্য জায়গায় থাকতে হয়। বিষয়টি আমি এখনো বিশ্বাস করতে পারছি না একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এই ধরনের ঘটনা আসলে লজ্জা জনক বিষয়। আরো লজ্জা জনক বিষয় হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধ স্ত্রীকে গলায় ছুরি অস্ত্র ঠেকিয়ে বাড়ি লুট করা। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি বিষয়টি তদন্ত করে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।
এ বিষয়ে মৃত্যু বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সহধর্মিনী শাহেরা বেওয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাত দুইটার সময় তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য উঠেছি। বাড়ির ভেতরে খুটখাট শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি মনে করেছি অন্য কিছুর শব্দ। তার কিছুক্ষণের মধ্যেই তিনজন লোক আমার গলায় ছুরি ধরে আমাকে বলতে থাকে চিল্লাচিল্লি করলে আমাকে মেরে ফেলবে। প্রায় আধাঘণ্টার মতো সময় তারা আরো বাহিরে কয়েকজন ছিল এটা ওটা ভাঙছে তার শব্দ শুনতে পাচ্ছিলাম। ওরা চলে যাবার পর আমি কষ্ট করে পাশের বাড়িতে গিয়ে বিষয়টা বলি তখন তারা এসে সেখানে কাউকে আর পায়নি। আমি বর্তমানে খুব ভীত হয়ে আছি। তারা আবার এসে আমাকে মেরে ফেলে কিনা এই ভয়েও আছি।
এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) সাইদুর রহমান তিনি বলেন, আসলে এটা মূলত চুরির ঘটনা। লোকজন এটাকে ডাকাতি বলছে কিন্তু আসলে ঘটনা ডাকাতি না । এই ঘটনায় ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসা বাদের জন্য পুনরায় রিমান্ডের আবেদন করেছি।
বিএ…