নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর উপশহর হাউজিং এস্টেট ১নং সেক্টরের জনৈক সানোয়ার হোসেনের সিটি ভ্যারাইটি স্টোরে বৈদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করে দোকান থেকে ধোয়া বের হতে দেখা যায়। পরে সানোয়ার হোসেনকে খবর দিলে সে এসে দোকানখুলে দেখা যায় দোকানের মধ্যে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান বৈদুতির শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
খবর২৪ঘণ্টা /এম কে