1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাপার এমপিদের শপথ নেওয়ার সিদ্ধান্ত - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

জাপার এমপিদের শপথ নেওয়ার সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
জাতীয় পার্টি লোগো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। দলটির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এ ছাড়া দলটির পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, কাল (বুধবার) আমরা শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার সকাল ১১টায় জি এম কাদেরের অফিসে আমরা বৈঠকে বসব। বৈঠকে আলাপ-আলোচনার করে শপথের বিষয়টি ঠিক করা হবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ১০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে, গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে আওয়ামী লীগ ২২২টি আসনে বিজয়ী হয়েছে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST