বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় কবিতা বেগম (১৯) নামে এক গৃহবধূকে পাষান্ড স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই গৃহবধূ ৩ মাসের অন্ত:সত্ত্বা ও দাখিল পরীক্ষার্থী। এব্যাপারে গতকার বৃহস্পতিবার বাগমারা থানায় নিহতের ভাই আব্দুল কাদের জর্দ্দার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুল হাকিম শাহর ছেলে রায়হান পাশ্ববর্তি নওগাঁর মান্দার জ্যোসিমাই গ্রামের কায়কোবাদের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় নির্যাতন করতো। ইতি মধ্যে কবিতা ৩ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। গত মঙ্গলবার বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পদার্থ বিদ্যা পরীক্ষা দিয়ে বাসায় ফিরলে স্বামী রায়হানের সাথে কথাকাটাকাটির এক পর্যায় তাকে মারপিট করতে থাকে। এসময় স্থানীয়রা কবিতার চিৎকারে এগিয়ে আসলে রায়হানের মা দরজা বন্ধ করে দেয়। উভয়ে মিলে বেদম প্রহারে কবিতা অজ্ঞান হয়ে পড়ে। সন্ধ্যায় তার অবস্থার অবনতি দেখে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ভাই আব্দুল কাদের জর্দ্দার জানান, আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পূর্বেও তার ওপর মাঝে মাঝে স্বামী নির্যাতন করতো। তাকে হত্যা করার জন্য কয়েকবার পরিকল্পনা করে সে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, নিহত গৃহবধুর মৃতদেহ গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তদের বাড়ি থেকে সকল সদস্য পালাতক রয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজছে বলে জানান তিনি।
এদিকে গতকাল বৃহস্পতিবার রসায়ন পরীক্ষায় বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিহতের সীট ফাঁকা ও তার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরা সেন্টারে দেখা দেয় আহাজারি। কেন্দ্র সচিব করখন্ড দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট তাজ উদ্দিন জানান, রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র দেয়া শেষে প্রশ্ন থাকার পর তিনি জানতে পারেন নিহতের ঘটনা। এমন ঘটনায় তিনি সহ কেন্দ্রের সকলে হতবাক হয়েছেন বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ