জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার দিঘীপাড়া এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় ওই অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, সদরের কোমরগ্রাম দিঘীপাড়া এলাকায় একটি পুকুরে ভেসে উঠা মরা মাছ তুলতে গিয়ে এলাকাবাসী ওই যুবকের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দূর্বৃত্তরা অজ্ঞাত পরিচয় ওই যুবককে হত্যার পর তার মৃতদেহ দিঘীপাড়া পুকরে ফেলে রেখে পালিয়ে যেতে পারে বলে পুলিশ প্রথমিক ভাবে ধারনা করছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনুগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ