1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জয়পুরহাটে মায়ের ভাষা, বাংলা ভাষায় মা’কে চিঠি লিখি প্রতিযোগিতা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

জয়পুরহাটে মায়ের ভাষা, বাংলা ভাষায় মা’কে চিঠি লিখি প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

জয়পুরহাট প্রতিনিধিঃ ২২ ফেব্রুয়ারী, জয়পুরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলনের মহান শহীদ স্মরণে জেলা সদরের পিছিয়ে পড়া অঞ্চলের আদিবাসী সহ ২৫ জন কোমলমতি ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে ‘মায়ের ভাষা, বাংলা ভাষায়, মা’কে চিঠি লিখি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মহান দিবসটির বিকাল ৩ টায় জেলা সদরের পিছিয়ে পড়া অঞ্চলের চকশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাছিমা মহিলা উন্নয়ন সংস্থা ও প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান জেলা শাখার সহযোগিতায় ‘মাকে চিঠি লিখি’ প্রতিযোগীতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন নাছিমা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নাছিমা বেগম।

আলোাচনা সভায় প্রতিযোগিতা অংশগ্রহণকারী কোমলমতি ছাত্র/ছাত্রীদের ভাষা আন্দোলনের বীরগাঁথা গল্প শোনান ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জয়পুরহাটের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক মোঃ আব্দুল লতীফ । বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখতারুল হক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, চকশ্যাম সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ইউ.পি সদস্য মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ। মায়ের ভাষা, বাংলা ভাষায় মা’কে চিঠি লিখি প্রতিযোগিতায় পশ্চিম পালি আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী প্রার্থনা মিনজী ১ম, একই বিদ্যালয়ের প্রজাপতি রানী ২য়, চকশ্যাম সঃ প্রাঃ বিদ্যালয়ের সৈয়দা হুমায়রা ৩য়, একই বিদ্যালয়ের নূর আলম ৪র্থ ও খয়েরদাঁড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কল্পনা ৫ম স্থান অধিকার করে। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য সকল ছাত্র/ ছাত্রীকেও সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST