1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ওপেনার বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

ওপেনার বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ওপেনার এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ভালো একটা পুঁজি পাওয়া নিয়ে সংশয় ছিল আবাহনী লিমিটেডের। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর সানজামুল ইসলাম। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭০ রানের বড় সংগ্রহ গড়েছে নাসির হোসেনের দল।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাভার বিকেএসপির চার নাম্বার মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে ব্যাটিং বেছে নেয় আবাহনী।

শেখ জামালের বোলারদের তোপে শুরু থেকেই সুবিধা করে উঠতে পারেনি আবাহনী। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। তবে এনামুল হক বিজয় একটা প্রান্ত আগলে ছিলেন। ১২২ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১১৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। তারপরও মাশরাফি বিন মর্তুজা যখন ৬ রান করে আউট হন তখন ৭ উইকেটে মাত্র ২১২ রান ছিল আবাহনীর। হাতে তখন ৩২ বল।

শেষ দিকে এসে সেই বলগুলো দারুণভাবে কাজে লাগিয়েছেন মিরাজ আর সানজামুল। ৩২ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। মিরাজ মাত্র ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। ১৫ বলে ৩ চারে হার না মানা ২৪ করেন সানজামুল।

শেখ জামালের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন রবিউল হক। একটি করে উইকেট সোহাগ গাজী, ইলিয়াস সানী আর সাক্সেনার।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST