রাজশাহীর দুর্গাপুরে দুটি ওয়ান শুটারগানসহ জনি নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫।
বুধবার ২৯ (নভেম্বর) রাত ৯টার দিকে গগণবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৫।
গ্রেপ্তারকৃত জনি উপজেলার গগণবাড়ীয়া এলাকার মকবুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়ীয়া গ্রামের জনির বাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টা কালে তাকে ধরে ফেলে র্যাব।
এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর বাড়িতে তল্লাশী চালিয়ে ঘরের ভেতরে খাঁটের তোষকের নীচ থেকে অভিনব কায়দায় লুকায়িত রাখা ২টি ওয়ান শুটারগান উদ্ধার কারা হয়।
এঘটনায় দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলার রজু করা হয়েছে।
বিএ…