আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিমের কাছে মনোনয়ন পত্র জমা দেন আব্দুল ওয়াদুদ দারা। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে পুঠিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম প্রমুখ।
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ২০০৮ ও ২০১৪ সালে রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে মাষ্টার্স পাস করেন। তিনি জানান, আমি আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান। আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
বিএ/